শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রাজনীতি

সিদ্ধিরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় আসামী হলেন যারা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মুমিনুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের আগেই মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ ৮জনকে আটক করে পুলিশ। প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়ার কথা বললেওে এড. সাখাওয়াত বাদে সবাইকে গ্রেফতার দেখিয়ে পরের দিন রোববার আদালতে প্রেরণ করে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

এদিকে, মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ তার দুই ছেলের নাম রয়েছে।

মামলায় যাদের আসামী করা হয়েছে:-

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, গিয়াস উদ্দিনের দুই ছেলে নাসিকের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল ও জেলা কৃষক দলের সদস্য সচিব কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জামাত নেতা জয়নাল আবেদিন ফারুক, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি সুবেদ আলী, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা আনোয়ার হোসেন সানি, জাকির হোসেন, রাকিবুর রহমান, আতিক, আতিকুর রহমান প্রধান, কামরুল হাসান৷

গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সদস্যসচিব এইচ এম আনোয়ার প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জসিম উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইউসুফ আলী, মুন্সিগঞ্জ গজারিয়া থানা ছাত্রদলের সভাপতি মাহাদি ইসলাম বাবু, ছাত্রদল নেতা আবুল হাশেম৷

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে বিএনপি নেতা-কর্মীকে পুলিশ বাধা দেয়৷ বিএনপি-পুলিশের মধ্যকার তর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ বেঁধে যায়৷ এ সময় পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তেও দেখা যায়৷ বিএনপি নেতা-কর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছোড়ে৷ এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপি নেতারা৷ তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান৷

এদিকে সংঘর্ষে বিএনপির লোকজনের ছোড়া ইট-পাটকেলে পুলিশের তিনজন সদস্য আহত হন বলে জানান এসপি গোলাম মোস্তফা রাসেল৷

RSS
Follow by Email