সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মোশারফ হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোশারফ হোসেন হলেন একই এলাকার মৃত শহিদুল্লাহের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তায় একজন গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃত ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টাকরে। পুলিশ মোশারফকে আটক করে দেহ তল্লাশীকারে এক কেজি গাঁজা জব্দ করে।
আটককৃতকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার মামলা দিয়ে আজ (বুধবার ১৬ জুলাই) আদালতে প্রেরণ করা হয়।