বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03জেলাজুড়ে

সিদ্ধিরগঞ্জে পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে ১৯৪ কেজি ব্যাগ জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে নারায়ণগঞ্জে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অ্যাকশন শুরু হয়েছে। এরইমধ্যে সিদ্ধিরগঞ্জে একটি পলিথিন ব্যাগ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সেই সাথে কারখানার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে পলিথিন উৎপাদন বন্ধ রাখতেও কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে মেসার্স ছোঁয়া পিপি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখান থেকে ১৯৪ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। মূলত সেই প্রতিষ্ঠানে এক্সেসরিজ তৈরী করা হয়। এরই সাথে পলিথিন ব্যাগ উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরই সাথে ভবিষ্যতে পলিথিন ব্যাগ তৈরী করতে নিষেধ করা হয়েছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email