সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যাতা নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)।

পুলিশ জানায়, কদমতলীর পুকুরপাড় এলাকায় একটি ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মকর্রত ছিল তারা। কাজ করাকালীন সময়ে লোহার এঙ্গেলের উঠানো হচ্ছিলো। এক পর্যায় লোহার এঙ্গেল বিদ্যুতের তারের সাথে লাগলে গুরুতর আহত হন তারা। পরে তাৎক্ষণিকভাবে অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নিহতদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে।

RSS
Follow by Email