বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে সাইলোগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মুরাদ হোসেন (৩৫), সে ভোলা জেলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আজাহার হোসেনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইলোগেট এলাকায় এক ভবনে কাজ করার সময় দেয়াল ধসে পড়ে ওই শ্রমিকের উপর। দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email