সিদ্ধিরগঞ্জে নির্বাচন ও করণীয় শীর্ষক আলোচনা সভা করলো বিএনপি
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি নেতারা তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং স্বৈরাচারের সকল ষড়যন্ত্র প্রতিহত করার ওপর জোর দেন।
বুধবার (১৫ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ীস্থ নবাবী চাইনিজ এন্ড পার্টি সেন্টারে ‘আগামী নির্বাচন ও আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেন বেবগামো উত্তর ইতালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাম রসুল।
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, “সামনে নির্বাচন। এখন থেকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ীর করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “স্বৈরাচারের দোসররা নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। স্বৈরাচার শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে পূর্ণগঠন করতে হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।”
তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীকে যেন বিজয়ী করা যায়, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ করিম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।