শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নিজ বাসা থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা হতে এ লাশ উদ্ধার হয়। নিহতরা হলেন, একই এলাকার আবুল কালাম আজাদ (৭২) ও তার স্ত্রী ময়না বেগম (৬৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশের শরীলে কোন আঘাতের চিহ্ন পাইনি। জানতে পেরেছি তার এখানে একাই থাকতেন, তাদের ২ ছেলে অন্য যায়গায় বসবাস করে। লাশকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বোঝা যাবে এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।

RSS
Follow by Email