রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
সোনারগাঁ

সিদ্ধিরগঞ্জে নিখোঁজ শিশু সোনারগাঁয়ে উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে হারিয়ে যাওয়া রূপনা আক্তার (১০) নামের এক শিশুকে সোনারগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সোনারগাঁ থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে প্রেরণ করে।

রূপনা আক্তার সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নাগা গ্রামের রিপন মিয়ার মেয়ে। তার মা শৈবন বেগম সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকা থেকে রূপনা আক্তার নামের একটি শিশু পথ হারিয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা চলে আসে। পরে সেনাবাহিনী ওই শিশুকে সোনারগাঁ থানায় দিয়ে যান। সোনারগাঁ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার তার পরিবারকে খুঁজে বের করে। পরে তাকে শনিবার রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুর বারী লাইভ নারায়ণগঞ্জকে জানান, পথ হারিয়ে ফেলায় শিশুকে নিয়ে সেনাবাহিনী সোনারগাঁ থানায় দিয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুর পিতা-মাতাকে খুঁজে তাদের কাছে পাঠানো হয়।

RSS
Follow by Email