রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04আদালতজেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিক ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ মামলায় অভিযুক্ত সজীব মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল রশিদ।


এ মামলায় অভিযুক্ত সজীব মিয়া (২৯) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারী একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার বোনদের সাথে তিনি একটি ভাড়াবাসায় থাকতেন। ২০১৭ সালের ১৯ জানুয়ারি নাইট শিফটে কাজ করে সকালে বাসায় একা ঘুমাচ্ছিলেন। তার বোনেরা তখন কর্মস্থলে ছিলেন। এমন সময় অভিযুক্ত যুবক সজীব ওই নারীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার হাত-পা বেঁধে ফেলে এবং পরে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারীর এক বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

RSS
Follow by Email