সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত নিখোঁজ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির আরাফাত উদ্দিন (১৪) নামের এক শিক্ষার্থীকে খুজে পাচ্ছে না তার পরিবার। বুধবার (২৩ এপ্রিল) আনুমানিক বিকেল ৪টা থেকে শিক্ষার্থী নিখোজ বলে জানায় তার পরিবার।
নিখোঁজ আরাফাত উদ্দিন হলেন, সিদ্ধিরগঞ্জ থানা ধীন জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান বাড়ির রনি দেওয়ানের বড় ছেলে। সে উচ্চতা ৫’ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা। বাসা থেকে বাহির হওয়ার সময় পরনে ছিল একটি টিশার্ট, জিন্স প্যান্ট এবং সঙ্গে ছিল স্কুল ব্যগ। আরাফাত দুই ভাই ও এক বোনের মধ্যে বড়। সে জালকুড়ি পূর্ব পাড়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, ‘যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নলিখিত মোবাইল ০১৬১১-১১৬১৩৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানোনা যাচ্ছে। উপযুক্ত সংবাদদাতা কে পুরস্কৃত করা হবে।’