সিদ্ধিরগঞ্জে ‘দৈনিক বাংলার ক্রাইম’ অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সংবাদমাধ্যম জগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক বাংলার ক্রাইম’। রবিবার (৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের এসওরোড এলাকায় গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পোর্টালটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অনলাইন পোর্টালটির প্রধান উপদেষ্টা জনাব এস এম আসলাম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি নতুন এই সংবাদমাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোর্টালে যুক্ত ব্যক্তিবর্গ ও এলাকার নেতৃবৃন্দ। এদের মধ্যে ছিলেন উপদেষ্টা গোলাম কিবরিয়া ও মোঃ সালাউদ্দিন, সম্পাদক ও প্রকাশক মকবুল হোসেন বাবু, বার্তা সম্পাদক আারিফ খাঁন শুভ, এবং মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম (রাজু)।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: আব্দুল করিম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী উকিল, যুগ্ম-আহ্বায়ক মুন্না প্রধান, খোরশেদ আলম, ইমন মন্ডল, আব্দুর রব, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, রিপন মন্ডল, শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর, মিজান সহ আরও অনেকে।