সিদ্ধিরগঞ্জে দুই যুবক আটক, ৭শ’ পিস ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশ ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (৫ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত এই দুজন বিভিন্ন জেলা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দরে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ জানায়, এই দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আটককৃত অভিযুক্তরা হলেন, ফয়সাল আহম্মেদ সবুজ, যার পিতার নাম আলী আশরাফ এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকা। অপর অভিযুক্ত হামিদুর রহমানের পিতার নাম মৃত আব্দুল জলিল এবং তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়া।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনূর আলম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। এই সফল অভিযানের ফলে মাদক চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়েছে বলে মনে করছে পুলিশ।