মঙ্গলবার, মে ২০, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৩ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে জালকুঁড়ি, তালতলা ও আমতলা এলাকায় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে তিতাস গ্যাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে দুইটি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্নিচার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এতে জিসান ওয়াশিং লন্ড্রি এবং শাহ জালাল ফার্নিচার কারখানা থেকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তবে বিসমিল্লাহ মেটাল কারখানায় মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি।

এছাড়াও অভিযানে এক কিলোমিটার এলাকাজুড়ে তিন শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান এবং অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

RSS
Follow by Email