বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজনীতি

সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে ছাত্রদল

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির নেতৃত্বে সানার পাড় বাস স্ট্যান্ড, মৌচাক, মাদানী নগর, মিনার মসজিদ এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মাহনগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক রজব হওলাদার ফাহিম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন হৃদয়, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান, মুসা মিয়া, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান মাহমুদ রাফি, সাবেক সদস্য রনি, ইব্রাহিম খলিল, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাকিব আহমেদ অভি, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা নুর হোসেনসহ আরো অনেকে।

RSS
Follow by Email