মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস বিস্ফোরণ, নারীসহ ৩ জন আহত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজার এলাকায় ড্রেনে জমে থাকা গ্যাসের আকস্মিক বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নূর ইসলাম (৫০) গুরুতরভাবে আহত হয়েছেন। আহত বাকি দুজন নারী। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় ছুটে আসে। স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, “হঠাৎ প্রচণ্ড শব্দে ড্রেনের স্ল্যাবগুলো তিন ফুট উপরে উঠে যায়। আশেপাশের বিল্ডিংগুলোও কেঁপে ওঠে, আমরা আতঙ্কে বাইরে চলে আসি।”

বিস্ফোরণের ফলে ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাব উল্টে গেছে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, “প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ড্রেন পরিষ্কার করা হয়। এবার সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

RSS
Follow by Email