রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03রাজনীতি

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু দমনে শামীম ওসমানের কড়া নির্দেশ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু দমন করতে স্থানীয় কাউন্সিলদের ও সংরক্ষিত নারী কাউন্সিলরকে কড়া নির্দেশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এনসিসি ৫নং ওয়ার্ডের বিভিন্ন সাধারণ মানুষের সাথে আলাপ করে তিনি এ নির্দেশ দেন।

শামীম ওসমান বলেন, ‘এই এলাকায় কি মশার ওষুধ দেয় না? এই এলাকাটা ডেঙ্গুর রেড জোন হয়ে গেছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেবো। দরকার পরলে মতি আছে, আনোয়ার চাচা, বাদল আছে; এনাদের কাছ থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে কাজে লাগান। আপনারা সবাই মিলে এটা করেন।’

শামীম ওসমান আরও বলেন, ‘বাংলাদেশের কোনো জায়গায় ডেঙ্গুতে এতো আক্রান্ত হয় নাই এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।’

এসময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও এনসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, এনসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, এনসিসি ১০নং ওয়ার্ড কাউন্সিলন ইফতেখার আলম খোকন প্রমুখ।

RSS
Follow by Email