বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ‘ডাকাত চক্রের’ ২ সদস্য আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ‘ডাকাত চক্রের’ ২ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের আটগ্রাম এলাকা হতে তাদের আটক করা হয়।

আটক ডাকাত সদস্যরা হলেন, নেত্রকোনা জেলার মজিবুর রহমানের ছেলে মো: উজ্জ্বল আহাম্মেদ (২৬), ১ নং ওয়ার্ডের হিরাঝিল এলাকায় বসবাস করে সে; সিদ্ধিরগঞ্জের খোলাপাড়া রেললাইনের বাসিন্দা জসিমের ছেলে মো: হৃদয় (২৩)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১৯ জানুয়ারি ভোর রাতে আটিগ্রাম এলাকার একজন ইমামের বসতবাড়িতে কিছুসংখ্যক ডাকাত চক্রের সদস্যরা ডাকাতি করেছিল। পরে রবিবার (২১ জানুয়ারি) রাতে ওই চক্রের ২ জন সদস্যকে ঘটনাস্থলের আশপাশে আবারও হাঁটাচলা করতে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে তাদের আটক করে গণপিটুনি দেয়া হয়। একপর্যায়ে থানা পুলিশ খবর পেয়ে সেখানে গেলে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃতরা ওই এলাকায় চুরি-ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হচ্ছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

RSS
Follow by Email