সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার দিলেন কাউন্সিলর সাদরিল

লাইভ নারায়ণগঞ্জ: সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে খাবা বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল ও জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের স্থায়ীদাতা সদস্য জাকির হাসান।

রবিবার (১১ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড ও ফতুল্লা শিবু মার্কট এলাকায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের এ উদ্যোগ নেন তারা।

এসময় কাউন্সিলর জিএম সাদরিল বলেন, দেশজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করছে শিক্ষার্থীরা। বিভিন পেশাজীবীর মানুষ শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড ও ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে নিজ উদ্যোগে আমরা খাবার বিতরন করছি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

RSS
Follow by Email