সিদ্ধিরগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা, দুই তরুণ নিহত
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) আদমজী ইপিজেডের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম।
নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম জানান, মোটরসাইকেলযোগে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। এ সময় একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততী চলছে। আইন