বুধবার, জুলাই ৩০, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মাটি ভর্তি ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেন হয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী ঘটনাস্থলের উপস্থিত মানুষজন আহতাবস্থায় যুবককে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল আরোহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাপায় পড়েছে। জানতে পেরেছি নিহত যুবক নতুন মোটরসাইকেল চালক। দুর্ঘটনা ঘটে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

RSS
Follow by Email