সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
Led05ধর্মসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জশনে জুলুসে মিছিল, হাজারো মানুষের অংশগ্রহণ

লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এই মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

মিছিলটি জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠ থেকে শুরু হয়ে জালকুড়ি বাসস্ট্যান্ড, কইড়তলা, নাইনন্তার পাড়া, তালতলা, মাদবর বাজার এবং আমতলাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও জীবন দর্শন নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও কবরবাসীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ছাদেক আলী ফকির জামে মসজিদের সভাপতি আলহাজ নেকবর আলীর সভাপতিত্বে এবং জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান উপদেষ্টা আলহাজ বায়েজিত আহম্মেদ, সভাপতি আলহাজ শাকির আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসেন, আলহাজ আককাছ আলী, আলহাজ আব্দুস সামাদ, যুগ্ম-সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষ আব্দুল করিম। এছাড়া, নেদায়ে ইসলাম সংগঠনের সকল সদস্য এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email