বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
Led04রাজনীতি

সিদ্ধিরগঞ্জে জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী জব্বার

# অমুসলিম ভাই-বোনরাও সমানভাবে সুযোগ-সুবিধা ভোগ করবেন: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের এক উঠোন বৈঠক করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী, জামায়াত মহানগরী আমীর আবদুল জব্বার সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নির্বাচনী ভাবনা তুলে ধরেন।

আবদুল জব্বার তার বক্তব্যে বলেন, জামায়াতের প্রার্থী বিজয়ী হলে বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। তিনি আরও বলেন, “আল্লাহর রহমতের বৃষ্টি যেমনিভাবে সবার উপরে সমান বর্ষিত হয়, তেমনিভাবে অমুসলিম ভাই-বোনরাও সমানভাবে সুযোগ-সুবিধা ভোগ করবেন। আমরা সবাই মিলে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই।”

থানা আমীর আলহাজ্ব কফিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, থানা নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email