শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতার মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে ওই ঘটনা ঘটেছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নিহত ব্যাক্তির নাম আক্কাস সিকদার (৪৫)। সে মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানায়, ভুক্তভোগী আক্কাস সিকদার ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করত। প্রতিদিনের মতো আজও সবজি ক্রয়ের উদ্দেশ্যে বের হলে একদল ছিনতাইকারী তার পথ আটকে ছুরিকাঘাতে করে। এতে গুরুত্ব আহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

RSS
Follow by Email