শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
নারী ও শিশুসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে লাফ দিয়ে গৃহবধুর আত্মহত্যা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৭ তলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে সাবিনা (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে হাউজিং এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত সাবিনা সিদ্ধিরগঞ্জের আটি এলাকার জজ মিয়ার কন্যা, তার স্বামীর নাম আল-আমীন। সে মেঘনা ইকোনমিক জোনের একটি ফ্যাক্টরিতে চাকুরী করতো।

সাবিনার পিতা জজ মিয়া জানান, তার মেয়ে পরিবারের কাউকে না জানিয়ে হাউজিং এলাকায় গিয়ে একটি ৭ তলা ভবন থেকে লাফ দিয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, বিকেলের দিকে নিহতের মরদেহ সিদ্ধিরগঞ্জে নিয়ে আসা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাবিনা কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email