বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালস নামে এক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকেরা। সোমবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকেরা ওষুধ উৎপাদন কারখানার ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় তারা ছাঁটাই করা ৩০ জন শ্রমিককে পুনর্বহাল ও প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অপসারণের দাবি জানান।

শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন চলছে তাদের। গত দুদিন আগে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হলে আগামী ২৭ তারিখ দাবির বিষয়টি সমাধানের আশ্বাস মেলে। কিন্তু এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর জেরেই সোমবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ করে ছাঁটাই করা ৩০ জনকে পুনর্বহাল ও প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অপসারণের দাবি জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কারখানায় পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। বর্তমানে শ্রমিকরা কারখানায় অবস্থান করছেন।

RSS
Follow by Email