শুক্রবার, জুলাই ৪, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া গরু উদ্ধার, ৩ অভিযুক্ত আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন যুবককে আটক করা হয়েছে। গরুর মালিক ৩৫ বছর বয়সী কসাই আল আমিন। বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার গাংগুল কান্দি এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম।

আটককৃত অভিযুক্তরা হলো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকার হারুনুর রশিদের ছেলে মো. সোহান (২০), একই ওয়ার্ডের মজিববাগ এলাকার জয়নাল বেপারীর ছেলে সৈকত (২৪), এবং চাঁদপুর জেলার মৃত স্বপন মিয়ার ছেলে মো. শুভ (২০)।

ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনূর আলম জানান, গরুর মালিক আল আমিন সিদ্ধিরগঞ্জ পুলের মজিব মার্কেটে গরুর ব্যবসা করেন। গত ১ জুলাই প্রতিদিনের মতো তিনি পরদিন বিক্রির উদ্দেশ্যে একটি গরু এনে মার্কেটের সামনের খালপাড়ে বেঁধে রেখে নিজের কাজ করছিলেন। এ সুযোগে গ্রেপ্তারকৃতরা কৌশলে গরুটি চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী আল আমিন থানায় মামলা করার মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুলিশ গরু উদ্ধার করতে সক্ষম হয় এবং তিন চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email