সিদ্ধিরগঞ্জে গৃহবধূ মিম হত্যা: বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ মিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রবিবার (২৫ ম) দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বজনরা জানান, যৌতুকের জন্য স্বামী মুকুল ও তার পরিবার প্রায় মিমকে নির্যাতন করতো। স্বামী মুকুল তার মা, বাবা ও বোন মিলে মিমকে শ্বাসরোধ করে হত্যা পর তারা পালিয়ে যায়। এঘটনায় থানায় পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন তারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খানপুর গিয়ে শেষ হয়