সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে খাজা মঈন উদ্দিন চিশতীর বাৎসরিক ওরশ উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রাঃ) ৪৯ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়াস্থ ফজর আলী চেয়ারম্যান বাড়ীতে জালকুড়ি ওরশ উদ্যাপন কমিটির আয়োজনে এ মিলাদ,দোয়া ও তবারক বিতরণ করা হয়।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালকুড়ি ওরশ উদ্যাপন কমিটির উপদেষ্ঠা রেজাউল করিম কুদরত ফকির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউজ্জামান বদু, উকিল উদ্দিন টুক্কু, আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, যুগ্ম—আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য আব্দুল মালেক, আমজাদ হোসেন, ওয়াজ করনি, নাছির উদ্দিন লেছু, শাইজউদ্দিন সাজু (বাবুর্চি), নজরুল ইসলাম (বাবুর্চি) আলাউদ্দিন, মিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন প্রধান ও আলী আহম্মেদসহ কমিটির অন্যান্য সদস্যরা।

RSS
Follow by Email