রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কিশোরের আত্মহত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ মে) পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে নিজ বাড়িতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহতের নাম নাইম (১১), জালকুড়ী মাইছপাড়ার নাওয়াব আলীর ছেলে সে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমআর নামাজ শেষে মাদ্রাসা ছাত্র নাইম বাড়িতে আসে। এসময় মোবাইল নিয়ে গেম খেলতে দেখে মা নাসিমা নাইমের হাত থেকে মোবাইল নিয়ে যায়। পরে নাইমের দাদি খাবারের জন্য ডাকতে এলে নাইমকে গলায় কাপড় পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দাদির চিৎকারে পরিবারের সদস্যরা সেখানে আসে নাইমের লাশ নিচে নামায়। পরে নাইমের লাশ গোসল শেষে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে রাখা হয়। সেখানে বাদ এশা জানাযা শেষে জালকুড়ী কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়টি নিয়ে আমার কিছু জানা নেই। তবে আমি এখনই সেই বিদ্যালয়ের মাঠে পুলিশ পাঠাচ্ছি।

RSS
Follow by Email