রবিবার, মে ২৫, ২০২৫
Led04রাজনীতি

সিদ্ধিরগঞ্জে ওবায়দুল কাদের-শামীম ওসমানসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে সুহেল আহমদ (২১) নিহতের ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের সহকর্মী বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফ ফরহাদ (২১) সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

একই মামলা আওয়ামী লীগের আরও ১৫০-২০০ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহত যুবক পেশায় একজন টাইলস মিস্ত্রি। আন্দোলন চলাকালীন তিনি এবং বাদী উভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে প্রিয়ম নিবাসের দ্বিতীয় তলার ডাচ বাংলা ব্যাংকের অফিসে টাইলসের কাজ করছিলেন। ছাত্র-জনতা ২০ জুলাই যখন ভবনটির সামনে জড়ো হয়ে আন্দোলন করছিলেন, তখন প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং দ্বিতীয় আসামি শামীম ওসমানের উপস্থিতিতে অন্যান্য আসামিরা অস্ত্র নিয়ে জনতার ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ভিকটিম এবং বাদীর কর্মরত ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এতে বাদী প্রাণ রক্ষায় ভবন থেকে লাফ দিয়ে পালাতে পারলেও ভিকটিম ভেতরে আটকা পড়ে পুড়ে মারা যায়।

RSS
Follow by Email