সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৮ মে) বাদ মাগরিব মিজমিজি তেরা মার্কেট সংলগ্ন মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি জনাব ইসমাইল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ পদপ্রার্থী হযরত মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহ সমন্বয়কারী জনাব ওমর ফারুক।
নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে এডভোকেট শফিকুল ইসলাম, প্রধান সমন্বয়কারী হিসেবে জনাব সোহেল প্রধান এবং সহ-সমন্বয়কারী হিসেবে কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন ও অর্থ সমন্বয়কারী হিসেবে জনাব মামুনুর রশীদকে নির্বাচিত করা হয়।
মাওলানা দ্বীন ইসলাম তাঁর বক্তব্যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখেনি। পীর সাহেব চরমোনাইর আহ্বানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
এছাড়াও সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।