রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
রাজনীতি

সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাদ আসর চিটাগাংরোড চত্বরে সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় এ সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি সুলতান মাহমুদ।

সুলতান মাহমুদ বলেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এখন সময় এসেছে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। স্বাধীনতার সুফল ভোগ করতে এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খোদাভীরু রাষ্ট্রনায়ক ব্যতিত সম্ভব নয়। তাই আসুন ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ন্যায়ের পক্ষে সমবেত হই। ঐক্যবদ্ধ হই ইসলাম, দেশ ও মানবতা রক্ষার আন্দোলনে।

তিনি বলেন, রাজধানীর তীব্র যানজট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। এই জানজটের রহস্য উদ্ঘাটন করে দ্রুতই সমাধান না করতে পারলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে অনাস্থার সৃষ্টি হবে। অসহনীয় এই যানজটের পেছনে পতিত ফ্যাসিবাদি শক্তির ইন্ধন থাকতে পারে, ট্রাফিক পুলিশের গাফলতি এবং এনালগ সিস্টেমে ট্রাফিক কন্ট্রোলেরও দায় রয়েছে। সরকারকে দ্রুতই এর কারণ খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মোঃ ইসমাইল ও মুহা. সোহেল প্রধান, জয়েন্ট সেক্রেটারি আবু হানিফা, অর্থ সম্পাদক মুহা. জোবায়ের, রেদওয়ান প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email