শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
Led02রাজনীতি

সিদ্ধিরগঞ্জে আল-আমিন হত্যা চেষ্টায় মামলা, আসামি শামীম ওসমানসহ ৩৯৫

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় শামীম ওসমানসহ ৩৯৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত)।

এর আগে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী আল-আমিন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ তার পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), ও শাহ নিজাম (৫৬)সহ ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে অজ্ঞাত আসামি করা হয় ২০০-৩০০ জনকে।

মামলায় উল্লেখ করা হয়, ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার এক পর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেয়ে তার চিকিৎসা করানো হয়। এখনো ভুক্তভোগি চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়।

RSS
Follow by Email