মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led03জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আরাফাত হত্যা: শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৫৮ জনের বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মো. আরাফাত হোসেন আকাশের (১৬) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত নামায় আরও ১৫০ জনকে উল্লেখ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে রবিবার (২২ সেপ্টেম্বর) নিহত আরাফাতের পিতা মো. আকরাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন,

১. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,
৩. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
৪. সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান,
৫. এনসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি,
৬. ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন,
৭. ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা
৮. ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলামসহ অজ্ঞাত আরও ১৫০ জন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে এ মামলার ১ ও ৩ নং আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে আকাশ গুলিবিদ্ধ হোন। পরে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়।

RSS
Follow by Email