সোমবার, মে ১৯, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আত্মীয়তার সুযোগে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে খালাতো বোনের দায়ের করা ধর্ষণ মামলায় লিটন ওরফে লিটা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার আড়াইহাজার উপজেলার পায়রাচত্তর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তথ্যটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।

মামলার বিবরণ অনুযায়ী, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কামাল মিস্ত্রীর ছেলে টুটুল হোসেন তার স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ভাড়া থাকতেন। একই এলাকায় টুটুলের খালাতো ভাই লিটন ওরফে লিটার নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগে বলা হয়েছে, এই সুবাদে লিটন তার খালাতো ভাইয়ের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেয় এবং বিভিন্ন অশালীন কথা ও কুপ্রস্তাবের মাধ্যমে তাকে উত্ত্যক্ত করত। ভিকটিম রাজি না হওয়ায় লিটন তাকে ভয়ভীতি দেখাতো।

ঘটনার দিন, ১৪ মে ভিকটিমের স্বামী নাস্তা আনার জন্য বাইরে গেলে অভিযুক্ত লিটন কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে এবং ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর, র‌্যাব-১১ অভিযুক্ত লিটনকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। পরবর্তীতে ১৭ মে আড়াইহাজার থানার পায়রাচত্তর এলাকায় অভিযান চালিয়ে লিটন ওরফে লিটাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। আটককৃত অভিযুক্তকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email