বুধবার, মে ৭, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান(৩৯), গাজীপুর জেলার শ্রীপুর থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. ইয়াছিন(২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুর আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে হাবিবুর আর ইয়াসিন নামের ২জনকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। তাদেরকে আজ মাদক মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।’

RSS
Follow by Email