সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পণ্যে অতিরিক্ত দাম রাখায় ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় কাঁচা বাজারের দোকানিদের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় কাঁচাবাজারে জাতীয় ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তা সেলিমুজ্জামান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, সিদ্ধিরগঞ্জে কাঁচা বাজার পরিদর্শনকালে দেখা যায়, বেশ কিছু দোকানে পণ্য তালিকা ঝুলিয়ে রাখা হয় নি। সেই সাথে কয়েকটি দোকানে অনুসন্ধান করে জানা যায়, তারা ক্রয় রশিদ সংরক্ষণ করেন না। এরই প্রেক্ষিতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায়, ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় এক সবজি দোকানি ও ৩টি মুরগির দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আমরা শহরের প্রায় সকল বাজারে নিয়ে খোঁজ খবর নিচ্ছি এবং সেই অনুযায়ী বাজার মনিটরিং করছি। কোথাও অনিয়ম দেখা দিলে আমরা ব্যবস্থা নিব।

RSS
Follow by Email