সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন
লাইভ নারায়ণগঞ্জ: সার্বিক পরিস্থিতি দেখতে সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দরা। শুক্রবার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের শ্রী শ্রী রাম কানাই জিউর মন্দির, হরিসভা মন্দির, শীতলা মায়ের মন্দির, লক্ষ্মীনারায়ণ দূর্গামণ্ডপ, হাজারি বাগ দুর্গামন্দির, জেলেপাড়া দুর্গামন্দির, ২নং ঢাকেশ্বরী সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তারা।
এসময় মণ্ডপ গুলোর দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা এবং পূজা কমিটির সাথে তারা সৌজন্য সাক্ষাত করে এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ছাত্র নেতা সাইদুর রহমান, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সিদ্ধিরগঞ্জের সংগঠক তৌহিদুল ইসলাম, মো. সিয়াম, মো.জুবায়ের, মো.সোহাগ নাজমুল ইসলাম, মো. জাবের, সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার, শাহরিয়ার হোসেন নিলয় প্রমুখ।
পরিদর্শন শেষে সাইদুর রহমান বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা একত্রে বসবাস করে আসছি। আমরা মনেকরি সম্প্রীতিই আমাদের শক্তি। আমাদের সম্প্রীতি নষ্ট করে একদল স্বার্থান্বেষী তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে, ক্ষমতার প্রভাব বিস্তারের লক্ষ্যে অথবা ভূমি দখলের উদ্দেশ্যে ধর্মের নামে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সম্প্রীতি নষ্ট হলে আমরা বিভাজিত হয়ে যাবো দুর্বল হয়ে পরবো। সেই সুযোগে পরাজিত ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, তাদের চক্রান্ত বাস্তবায়ন করবে। এই পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় থাকতে হবে। আমরা আশা রাখি বিগত বছরগুলোর মতো এবছরও হিন্দুধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব দুর্গাপূজা ধুমধামে পালন করা হবে এবং তার জন্য আমরা ছাত্র ফেডারেশন মাঠে থাকবো।
তৌহিদুল ইসলাম বলেন: আমরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি আগামী দুই দিন অর্থাৎ বিসর্জনের আগ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো। আমাদের পর্যবেক্ষণ মতে পরিস্থিতি স্বাভাবিক আছে। সিদ্ধিরগঞ্জে সুন্দর ভাবে পালিত হচ্ছে এ বছরের দুর্গাপূজা। পূজা কমিটি আমাদেরকে সাদরে আমন্ত্রন জানাচ্ছে এবং প্রশাসনিক কর্মকর্তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আশা রাখি সিদ্ধিরগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনার স্বাক্ষী আমরা হবোনা।