সিদ্ধিরগঞ্জকে অন্তর্ভুক্ত করে নারায়ণগঞ্জ-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁ উপজেলার সঙ্গে যুক্ত করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডও এই আসনের অন্তর্ভুক্ত হবে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
গত ৩০ জুলাই নারায়ণগঞ্জের মোট তিনটি আসনের (নারায়ণগঞ্জ-৩, ৪, ও ৫) সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর আবেদন, আপত্তি এবং সুপারিশ বিবেচনায় নিয়ে ইসি নতুন করে সীমানা নির্ধারণের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সীমানা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনটি সোনারগাঁ উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হবে।
ইসি জানিয়েছে, শুনানিতে উপস্থাপিত তথ্য ও যুক্তি বিশ্লেষণ করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।