শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
রাজনীতি

সিটি কর্পোরেশনের পরিধি বর্ধিত করায় ইসলামী আন্দোলনের অভিনন্দন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিধি বর্ধিত করার সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। এই সম্প্রসারণের ফলে অন্তর্ভুক্ত এলাকার জনগণ তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা পাবেন বলে মনে করছে দলটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এই অভিনন্দন জানান।

বিবৃতিতে জানানো হয়, সিটি কর্পোরেশনের আওতায় ফতুল্লা, কাশিপুর, এনায়েতনগর, কুতুবপুর (আংশিক), গোগনগর এবং বন্দর উপজেলার বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতৃদ্বয় বলেন, উল্লিখিত এলাকাগুলো সিটি কর্পোরেশনের আওতায় আসাতে সংশ্লিষ্টরা পূর্বের তুলনায় অনেক সুযোগ সুবিধা পাবেন।

তবে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতৃদ্বয় দুটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তাঁরা বলেন, পুরো কুতুবপুর এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় আনতে হবে।

এছাড়াও, নেতৃদ্বয় দ্রুত কদম রসূল সেতুর বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, “শুধু উদ্বোধন-ই যেন এর শেষ না হয়। তাই দ্রুত সেতুর কাজ বাস্তবায়ন নগরবাসী দেখতে চায়।”

RSS
Follow by Email