বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led05রাজনীতিসোশ্যাল মিডিয়া

চতুর্থ বারের মতো সিআইপি হলেন বিকেএমইএ’র সহ-সভাপতি আখতার হোসেন

লাইভ নারায়ণগঞ্জ: চতুর্থ বারের মতো সিআইপি (এনআরবি) সম্মাননা পেলেন বিকেএমইএ’র সহ-সভাপতি আখতার হোসেন অপূর্ব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত এ সম্মাননা টানা চারবার পেলেন তিনি। শনিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এই পদক ও সনদ প্রদান করা হয়। এসময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিকেএমইএ’র সহ-সভাপতি আখতার হোসেন অপূর্ব মালয়েশিয়ায় বাংলাদেশের নীট পোশাকের বাজার বিস্তৃতিতে কাজ করে যাচ্ছেন। মালয়েশিয়ার পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিলিপাইন এবং ইউরোপের বাজারেও বাংলাদেশর নীট পণ্যের নতুন বাজার তৈরির জন্য কাজ করছেন।

RSS
Follow by Email