শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতিসদর

সামনে নির্বাচন, আমরা পাঁচটি আসনেই নৌকা চাই: ভিপি বাদল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল (ভিপি বাদল) বলেছেন, ঘাতকেরা চাচ্ছিলো বঙ্গবন্ধুর পুরো বংশকে নির্বংশ করে দিতে। সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো; আমরা পাঁচটি আসনেই নৌকা চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চুরান্ত। আমরা মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে চাই।

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিপি বাদল বলেন, এই দলীয় কার্যালয়, আপনার-আমার ঠিকানা, সাধারণ মানুষের ঠিকানা। এই ঠিকানার দিকে মানুষ তাকিয়ে থাকে।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সাবেক সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহিদুল্লাহ প্রমুখ।

RSS
Follow by Email