সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে: স্বপন চৌধুরী
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর জাসাসের সভাপতি ও দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে। এই পথ অতিক্রম করতে হলে জনগণের কাছে যেতে হবে, তাদের হৃদয় জয় করতে হবে। জনগণের সেবা করে এবং বিপদে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে। তাহলেই ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ আসবে, অন্যথায় তা সম্ভব নয়।’
শনিবার (১ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালীর উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, রাজনীতির অপর নাম সেবা, এখানে নেওয়ার কোনো সুযোগ নেই, কেবল দেওয়ার সুযোগ আছে। আমাদের সবাইকে জনগণের জন্য কাজ করতে হবে। তাহলেই আমরা সফল হতে পারবো।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস. এম. আসলাম ও ডি. এইচ. বাবুল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা তরুণ দলের সভাপতি টি. এইচ. তোফা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক শরীফ হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ও সাগর বাবু।