শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আদালত

সাব্বির হত্যা মামলায় জাকির খানের পক্ষে আদালতে যুক্তিতর্ক

লাইভ নারায়ণগঞ্জ: ব্যবসায়ী সাব্বির হত্যা মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষের আইনজীবী। মঙ্গলবার (২৬ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আদালতে আজ জাকির খানের পক্ষে যুক্তিতর্ক হয়েছে, আগামী তারিখে বাকি যুক্তিতর্ক হবে। তবে নিরাপত্তা জনিত কারণে উভয়পক্ষের সম্মতিতে জাকির খানকে আজ আদালতে তোলা হয়নি।

আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন গণমাধ্যমকে জানায়, আজ সাব্বির আলম হত্যা মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য্য ছিল। জাকির খানের পক্ষে আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় যুক্তি তর্ক উপস্থাপন করেছি। ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছি। বাকি যুক্তিতর্ক আগামীকাল হবে। মামলায় সাব্বির আলমের ভাই-বোন ও ভাইয়ের স্ত্রী ছাড়া বাকি সব সাক্ষী ও জব্দ তালিকার সাক্ষীরা সবাই বলেছে, তারা এ বিষয়ে জানেনা। এ বিষয়গুলো আদালতে উপস্থাপন করেছি। এই মামলা আরও এক বা দুই দিন চলতে পারে। এরপর আশা করি আমরা (জাকির খান) মামলা থেকে খালাস পাবো। এই মামলা থেকে খালাস পেলে আমাদের আসামিদের মুক্তি পেতে আর কোন বাধা থাকবে না। আজকে মামলার এই পর্যায়ে জামিন চাওয়ার সুযোগ নেই

RSS
Follow by Email