বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
আদালতরাজনীতি

সাব্বির হত্যা মামলায় আসামী পক্ষের ২য় দিনের যুক্তিতর্ক সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: আদালতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

এসময় আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন গণমাধ্যমকে বলেন, সাব্বির আলম হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। মামলায় ২২ জন সাক্ষ্য দিয়েছে। সেসব সাক্ষীদের কোথায় কোথায় ত্রুটি রয়েছে তা উপস্থাপন করা হয়েছে। তবে এই মামলায় সন্ত্রাসী বা আততায়ী যারা হত্যকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। আসামি হিসেবে তাদের নাম আসেনি। সেকারণে এই ঘটনার পেছনে কে বা কারা ইন্ধন দিয়েছে ও ষড়যন্ত্র করেছে তা এখন দেখার বিষয়। সেক্ষেত্রেও বাদী পক্ষ কেউ কিছু বলতে পারেনি ও উপস্থান করতে পারেনি। তাছাড়া ঘটনার সময় ও ঘটনার পরে জাকির খান বিদেশে ছিল। শত্রুতাবশত ও রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তৈমুর আলম খন্দকার, সাবেক এমপি গিয়াস উদ্দিন তাকে মামলার আসামি করেছেন। সাবেক এমপি গিয়াস উদ্দিন ও খোরশেদ আলম এই মামলায় তাকে আসামি করার পেছনে ইন্ধন জুগিয়েছেন। তবে খোরশেদ আদালতে সাক্ষী দিয়েছেন, কে বা কারা তার ভাইকে হত্যা করেছে তা তিনি জানেন না। কারা তাকে হত্যা করেছে সেটা জনগণ জানে। কিন্তু জনগণ তো আর সাক্ষী দিতে আসবে না। বাকি সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তারা কেউ বলতে পারেনা কোথায় কি জব্দ করেছেন। সুতরাং আমাদের আসামিকে নির্দোষ দাবি করছি। আশা করি, জাকির খান খালাস পাবে। আজকে আমাদের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আগামীকাল রাষ্ট্রপক্ষ যুক্তিকর্ত করবে। যদি রাষ্টপক্ষ আমাদের কিছু বলে সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেবো।

RSS
Follow by Email