শুক্রবার, মে ৯, ২০২৫
Led01রাজনীতি

সাবেক মেয়র আইভীর বাসায় পুলিশের অভিযান, এলাকাবাসির অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: সিটি করপোরেশন সাবেক মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃংখলা বাহিনী। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১ টা থেকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক এই মেয়রের বাড়িতে পুলিশ প্রবেশ করে।

খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থা নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশে ঘিরে রাখে।

স্থানীয়রা জানায়, গত ৫ আগষ্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এসময় এলাকাবাসী পুলিশ আসার খবর পেয়ে বাড়ির চারপাশে অবস্থা নিতে শুরু করলে। এসময় আশপাশের মসজিদ গুলোকে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে কয়েটি স্থাটদে ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ সৃষ্টি বিক্ষোভ শুরু করে। তবে রাত দেড়টা পর্যন্ত দেওভোগ সড়কের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বহরকে অবস্থা করতে দেখা গেছে।

এলাকাবাসী জানায়, সাবেক মেয়র আইভী স্থানীয়দের কাছে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ নগরীর নানা উন্নয়ন করেছে। তাই স্থানীয়রা এই পুলিশি অভিযান প্রতিহত করলে সড়কে নেমেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ বিলুপ্ত করা হলে তিনি বাড়িতে অবস্থান নেন।

দিকে নগরীর দেওভোগ, ২নং গেটসহ বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম।

RSS
Follow by Email