সাবেক মেয়র ও আ.লীগ নেত্রী আইভীর জামিন নাকচ, ডিভিশনের আবেদন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।
আইভীর পক্ষে আদালতে জামিন এবং কারাগারে ডিভিশনের জন্য আবেদন করেন তার আইনজীবীরা।
আইনজীবী সিদ্দিকুর রহমান শুনানিতে বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামেননি।”
আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম জানান, সাবেক মেয়র আইভীর মামলায় জামিনের প্রার্থণা করেছি। আদালত জামিন আবেদন নাকচ করলেও ডিভিশনের বিষয়ে সম্মতি দিয়েছেন।
অন্যদিকে, আইনজীবী আওলাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হয়েছে, আর আইভীকে গ্রেফতার করা হয়েছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে আইভীর বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যার চেষ্টাসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হলে, কোনো রিমান্ডের আবেদন না থাকায় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদির তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।