মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

সাবেক মন্ত্রী গাজীসহ ৮৮ জনের নামে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও গুলি বর্ষণের অভিযোগে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার ৪ পিএসসহ ৮৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয় ৪০ জনকে। বুধবার রাতে রূপগঞ্জ থানায় বাবুল শিকদার নামে বিএনপি এক নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, গাজীর পিএস ইমদাদুল হক দাদুল, নাফিজ ইকবাল, কামরুজ্জামান হীরা, আহসানুল হক কঙ্কন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাউন্সিলর জাকারিয়া, ফিরোজ ভুইয়া প্রমুখ।

মামলায় বাবুল শিকদার উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা বাবুল শিকদারের বাড়ির সামনে উল্লেখ্য আসামিরা গালাগাল করে। গালাগালের প্রতিবাদ জানালে আসামিরা বাবুল শিকদারের বসতবাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর লুটপাট চালায়। প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা। লুট করা হয় ৯ ভরি স্বর্ণ। এ সময় বাবুল শিকদারের ভাগিনা আরিফ হাসান আরবের বাড়িতেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। সেখানেও ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে হামলাকারীরা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।

RSS
Follow by Email