মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05রাজনীতি

সাবেক মন্ত্রী গাজীর পিএস কবির গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।

এসপি আরও জানান, গ্রেফতার আফজাল কবিরকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ রওয়ানা এসে পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে।

RSS
Follow by Email