শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
Led03Led05আদালত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল গ্রেপ্তার, না.গঞ্জ আদালতে প্রেরণ

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নারায়ণগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা তিনটি মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। গত বছর ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া এই মামলাটি করেন। এছাড়াও, ঢাকার যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। বিচারিক জীবনে তার দেওয়া বেশ কয়েকটি রায় তুমুল বিতর্ক সৃষ্টি করেছিল। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বেশ কিছু সুবিধা পেয়েছিলেন এবং কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে তাকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

RSS
Follow by Email